গাজীপুর সদর উপজেলায় একটি বসত বাড়িতে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা স্থলে যান এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সকালেই আগুন লাগার খবর পেয়েছি। তাৎক্ষণিক আমি নেতা কর্মীদের বলেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়াতে। এই ধরনের দূর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদের ভাড়া বাড়িতে আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ছয়টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। আগুনে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক শহীদুল ইসলাম শহীদ।
তিনি আরও বলেন, আমি বাড়ির মালিক হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের থাকা খাওয়া সহ আনুষঙ্গিক ব্যবস্থা করবো। আপনারাও ক্ষতিগ্রস্ত ওই পরিবারের গুলোর পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রকিবুল ইসলাম জানান, সকালে উপজেলার মনিপুর তালতলীতে একটি বসত বাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েক থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান। আগুনে ৬টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।
এসময় ঘটনাস্থল পরিদর্শন কালে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রমজান আলী, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাসার স্বজল, উপজেলা সেচ্ছাসেবক দলের মনোয়ার হোসেন মুসুল্লি, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এজে