মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম ফাহিম সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ সাগর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা ও সদস্যদের সম্মতিক্রমে ছয় মাস মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মো. জুনায়েদ হোসেন মোল্লা (গণিত), মো. সাদেকুর রহমান সাদেক (গণিত)। সহ-সভাপতি জাহিদ হাসান জুয়েল (বিএমবি), তাহমীম কবীর অর্নব (ইএসআরএম ), জুবায়েরে আহমেদ (পদার্থ), মিশু দাস পার্থ (আইসিটি), ফাতেমা আক্তার (পরিসংখ্যান), ফারিহা নওশীন হলি (পরিসংখ্যান), রিয়াদ হাসান (রসায়ন), তানভির হাসান (গণিত), পল্লবী রানী দাস (সিপিএস), মিনহাজুল ইসলাম আকাশ (ইএসআরএম), যুগ্ম সাধারণ সম্পাদকে নির্বাচিত সদস্যরা হলেন মো. নাজমুল হাসান (বিজিই), তাহমিনা শিকদার (সিপিএস), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম (পরিসংখ্যান), অদ্রিতা সাহা প্রমা (অর্থনীতি), সাকিব আল হাসান রাব্বি (পদার্থ) এবং সহ- সাংগঠনিক সম্পাদক রোদসী সাহিদা (ইএসআরএম)।
এছাড়া প্রচার সম্পাদক অর্ঘ্য সাহা (হিসাব বিজ্ঞান),উপ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান আইয়ুব (আইসিটি), ফাহাদ হাসান (ইএসআরএম), দপ্তর সম্পাদক নাদিমুল ইসলাম সিয়াম (সিএসই), উপ-দপ্তর সম্পাদক মো. আদনীন জাহিদ রোপন (সিএসই), আব্দুল্লাহ (গণিত), অর্থ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান শিমুল (গণিত), উপ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ আকন্দ (আইসিটি), সোহানুর রহমান সৈকত (পরিসংখ্যান)।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলী হুসেন (টিই),অন্নয় দাস (আইসিটি), উপ-ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ফয়সাল (বিজিই), সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরে জান্নাত তাহিয়া (হিসাব বিজ্ঞান), সাদিয়া ইয়াসমিন সুচি (ব্যবস্থাপনা),রাসেল (টিই)। উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক (গণিত), সুমাইয়া সুলতানা (হিসাব বিজ্ঞান),কাবেরি আহমেদ ফুল (গণিত), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (সিএসই), শাহরিয়ার শিহাব (সিএসই), মসিউর রহমান (ইএসআরএম), উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তালহা জুবায়ের আলিফ (পরিসংখ্যান), মাহদি হুসেন ( ইএসআরএম), ছাত্রী বিষয়ক সম্পাদক হাফসা আহমেদ তিনা (পরিসংখ্যান), আফরিনা আক্তার প্রিয়া (অর্থনীতি), রুবেয়া আক্তার নাজমা (গণিত), উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার জিম (হিসাব বিজ্ঞান), ইসরাত জাহান শিমলা (পদার্থ), জান্নাতি আক্তার (বিজিই), নিশাত আহমেদ নিজুম (ইএসআরএম)।
নবগঠিত কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম ফাহিম বলেন, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সিনিয়র ভাই এবং আপুদের যারা আমাদের উপর আস্থা রেখেছেন। আশা করি আমরা সেই আস্থার প্রতিদান দিতে পারব। সেই সাথে নরসিংদীর সম্মানকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাব। এই অ্যাসোসিয়েশন আমাদের প্রাণের স্থান। যারা নতুন কমিটিতে পদ পেয়েছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। আশা করি আমরা আমাদের অ্যাসোসিয়েশনকে আরো উচ্চতায় নিয়ে যাব এবং ভালো কাজ করতে প্রত্যয় হব।
সাধারণ সম্পাদক রাকিব আহমেদ সাগর বলেন, নরসিংদী জেলা ছাত্র পরিষদ আমার আছে একটা আবেগের জায়গা। নরসিংদী জেলা ছাত্র পরিষদ আমার আরো একটি পরিবার। আমার প্রশান্তির জায়গা। যেখানে প্রশান্তি আসে সেখানে কাজে স্বাচ্ছন্দ্য এমনিতেই আসে। আমি খুবই খুশি যে আমাকে আমার প্রিয় পরিবারকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া জন্য আমাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। সেই সাথে নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন।
তিনি আরো বলেন, আমি আমার সকল সিনিয়র ভাই আপুদের ধন্যবাদ জানাতে চাই তারা আমার ওপর এই আস্থা রাখার জন্য। আমি কতটুকু যোগ্য তা জানি না তবুও আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমাদের এই নরসিংদী জেলা ছাত্র পরিষদের ছোট পরিবারকে আগলে রাখব এবং এই অ্যাসোসিয়েশনকে গৌরবান্বিত করতে সর্বদাই সচেষ্ট থাকব। এবং আশা রাখি আমার সকল জুনিয়র প্রত্যেকে তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে এবং সিনিয়ররা সর্বদা আমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবেন। এবং প্রয়োজনে ওনাদের আমাদের পাশে পাব।
উল্লেখ্য, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলা ছাত্র পরিষদ, মাভাবিপ্রবি বিভাগীয় শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।
কেকে/এএম