হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিজিক্স ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আরমান হোসেন মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাদের দুজনকে ভিপি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি দেওয়া হয়েছে।
উক্ত ফিজিক্স ক্লাবের সভাপতি হয়েছেন ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ফিজিক্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সাত্তার।
সহ-সভাপতি আবিয়াজ হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার অয়ন এবং প্রচার সম্পাদক হিসেবে মো. সাজিদ হোসেন মনোনীত হয়েছেন।
ভাইস-প্রেসিডেন্ট হতে পারার অনুভূতি ব্যাক্ত করে ইশতিয়াক আহমেদ বলেন, প্রথমেই নবীন ব্যাচের শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের পরিবারের নতুন সদস্য।এই প্রতিষ্ঠানে আপনাদের জন্য অনেক সুযোগ এবং সম্ভাবনা রয়েছে । আমরা চাই, আপনারা কেবল পড়াশোনায় নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, ডিবেটিং, সেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সৃজনশীল কাজেও অংশগ্রহণ করুন। আমরা কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছি।
খুব দ্রুতই আমরা খেলাধুলার আয়োজন করব—হোক সেটা ফুটবল বা ক্রিকেট।
শ্রদ্ধেও স্যারদের সাথে আলোচনা করে খুব শিগগিরই এ বিষয়ে জানানো হবে। এছাড়াও ফিজিক্স ক্লাব এর পক্ষ থেকে ফিজিক্যাল বা অনলাইন সেমিনার, ফিজিক্স অলিম্পিয়াড এবং পিকনিকের আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার সহপাঠীদের যারা আমাকে হাবিপ্রবি ফিজিক্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে। আমাদের সিনিয়ররা ক্লাবের যে ঐতিহ্য রেখে গেছে, আমি চেষ্টা করব সেই ঐতিহ্য ধরে রাখার। আমি চেষ্টা করব সততা ও নিষ্ঠুর সাথে আমার দায়িত্ব পালন করার পাশাপাশি নিত্য নতুন বিজ্ঞানমনস্ক কাজ করে বিজ্ঞান চর্চার দার উন্মোচন করা। আশা করি আমাদের ক্লাবের কার্যক্রম সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।
কেকে/এএম