জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর পূর্ব বাজার এবং গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়া থেকে ওই দুটি লাশ উদ্ধার করা হয়। তিলকপুর পূর্ব বাজারের ঘটনায় বাড়ির ভেতরে স্ত্রীর লাশ রেখে বাহিরের দরজায় তালা দিয়ে স্বামী পালিয়েছে।
নিহতরা হলেন, তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা (২৮) এবং আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিলকপুর পূর্ব বাজারে কাঠ ব্যবসায়ী বাবু মিয়া তার বাড়িতে স্ত্রী আরিফা গলায় ফাঁস দিয়েছে বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ সময় স্থানীয়রা এসে দেখেন বাড়ির মধ্য ঘরের চৌকির উপরে আরিফার দেহ রাখা আছে। কিছুক্ষণ পরে বাড়িতে লোকজনের ভীর হবে বলে কৌশলে সবাইকে বাড়ি থেকে বাহির করে দিয়ে বাহির দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে ইউপি সদস্য স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নেয়।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বাদশা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে দেখি আরিফার লাশ চৌকিতে শোয়ানো আছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে আনজুয়ারা (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় ও পরিবার দাবি করছেন, তিনি দীর্ঘ দিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আনজুয়ারার স্বামী হোসেন আলী বলেন, সন্ধ্যার পর আমি ঔষধ নিতে বাজরে গেলে ফাঁকা বাড়িতে গোয়ালঘরের তালার বর্গায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার স্ত্রীর সাথে কারো কোনো ঝামেলা ছিল না।
গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আনজুয়ারা শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারস্যাহীন ছিলেন। সকলের ধারনা সে আত্মহত্যা করেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম