খোলা কাগজের বার্তা সম্পাদকের নানি মারা গেছেন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯:১৮ পিএম (ভিজিটর : ৪৭)
দৈনিক খোলা কাগজের বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজের নানি ছকিলা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তার মৃত্যুতে দৈনিক খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন এবং নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন শোক প্রকাশ করেছেন।
এছাড়া জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সাজেদ রোমেলসহ গোটা খোলা কাগজ পরিবার মরহুমার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়।