জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি করার হুমকি দেওয়া ও ঘোনাপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানকে ঘোনাপাড়া থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধা ৬টায় গোপালগঞ্জের ঘোনাপাড়া রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে জুলাই ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মারধর এবং হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা ও নতুন করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আটকের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, ফ্যাসিবাদের উসকানি দাতা এবং ঘোনাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও বিএনপি নেতা হত্যার ঘটনার সাথে সম্পৃক্ততা রয়েছে।
কেকে/এএম