জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়। সারাদিনব্যাপী বিভাগের বিভিন্ন ব্যাচের ক্লাস প্রতিনিধিদের সার্টিফিকেট প্রদান, স্পোর্টস ডে-তে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, আলোচনা সভা ও একটি বার্ষিক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, সমাজবিজ্ঞান বিভাগ একটি প্রাণের বিভাগ। এই বিভাগের বর্তমান শিক্ষকরা আমার সরাসরি শিক্ষার্থী, যাদেরকে আমি ক্লাসরুমে পড়িয়েছি। তাদের হাত ধরে সমাজবিজ্ঞান বিভাগ এগিয়ে যাচ্ছে। আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দীন বলেন, সমাজবিজ্ঞান বিভাগ হলো মাদার অফ সোশ্যাল সাইন্সেস। আমি অর্থনীতির শিক্ষক হলেও সমাজবিজ্ঞান পড়েছি, এটি আমার প্রিয় সাবজেক্ট।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বলেন, অনেক সংকট ও স্বল্পতার মধ্যেও বিভাগটি সামনে এগিয়ে যাচ্ছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে। গবেষণা ও একাডেমিক পড়াশুনার পাশাপাশি কো-কারিকুলার একটিভিটিসের দিক থেকেও শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে। আশাকরছি সমাজবিজ্ঞান বিভাগ আগামী ৫ বছরে অনেকটাই উন্নত হবে। আমি বিভাগের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। সমাজবিজ্ঞান বিভাগের বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
সেমিনারে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার। তিনি “উইমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড লিডারশিপ: প্রোসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস” শীর্ষক বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সমাজ বিজ্ঞান বিভাগ ২০১৯ সালের ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে বিভাগটিতে মোট ছয়টি ব্যাচে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিভাগে সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, কনফারেন্স কক্ষসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষার সকল উপকরণ রয়েছে।
কেকে/এএম