নীলফামারীর ডোমার উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে চলমান কর্মসূচির অংশে ওই কৃষক সমাবেশের আয়োজন করে গোমনাতী ইউনিয়ন কৃষকদল।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহীন। ভার্চ্যুয়ালী প্রধান বক্তার বক্তৃতা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।
এ সময় তিনি ১৯৭১ সালের আওয়ামী লীগ পালিয়েছিল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ একটি পালানোর দল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখতে পাইনি। সে সময়ে আর্বিভুত হয়েছিলেন জিয়াউর রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোথাও ছিল না আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ। আওয়ামী লীগ গঠন করেছিল মুজিব বাহিনী। কিন্তু কোথায় সেটা? বর্ডারের ওপাড়ে (ভারতে) গিয়ে কলকাতায়। কোথায় ছিলেন আওয়ামী লীগের এই বাঘা বাঘা নেতৃবৃন্দ? একজনকেও তো আমরা পাইনি।
সভায় গোমনাতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রইছুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন ডোমার উপজেলার বিএনপির সভাপতি রেজাউল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক এসএম গোলাম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, গোমনাতী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
কেকে/এএম