নোয়াখালীর জেলার চাটখিল থানায় গত ৫ ই আগস্ট লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চাটখিল থানা বাউন্ডারির ভেতরে মসজিদের পুকুর হতে গোপন সংবাদের ভিত্তিতে এ চাইনিজ রাইফেল টি উদ্ধার করা হয়।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় কর্মরত এএসআই বাছির উদ্দিন ও এএসআই আব্দুল আলিম গোপন সূত্রের ভিত্তিতে থানার পুকুর হইতে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেল উদ্ধার করে। লুট হওয়া অন্যান্য অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত চলমান রয়েছে।
কেকে/ এমএস