সোনারগাঁয়ে দখলবাজের অভিযোগে যুবদলের নেতা বহিষ্কার
মো.মীমরাজ হোসেন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:০০ পিএম (ভিজিটর : ২৮)
যুবদল নেতা আশরাফ ভূঁইয়া । ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে দখলবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।
বৃস্পতিবার (২৩ই জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দখলবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেকে/ এমএস