ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে আনন্দ ভ্রমণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মানসিক ভারসাম্যহীন একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন বাসের যাত্রী। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
শুক্রবার (২৪ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রাম মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গামাটি, কক্সবাজার দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।
আহতরা হলেন, শিক্ষার্থী অনিক, নাঈম, বোরহান, বাস চালক জসিম। নিহত মানসিক ভারসাম্যহীন লোক ও আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহত বাসের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী কক্সবাজার ও রাঙ্গামাটি দেখার জন্য রাতে বাহির হোন। পথে মধ্য ভোরে বাস সড়কের পাশে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার কলে দিলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে উপ-পরিদর্শক বোরহান উদ্দিন সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস