২১জেলা প্রবেশদ্বার ক্ষেত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বন্ধ থাকায় সোয়া ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার(২৪ডিসেম্বর) সকাল ১০.৪০মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১.৩০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অদৃশ্য হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল দশটা চল্লিশ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় বন্ধ থাকায় রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়ে।এতে ভোগান্তি বাড়ে পারাপারের আশায় যাত্রীদের।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান,কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করছে। এরুটে বর্তমান ছোট বড় মিলিয়ে ১৭ টি ফেরি চলাচল করছে।
কেকে/ এমএস