ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্র সমন্বয়ক ইব্রাহিম সরকারি এডওয়ার্ড কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এবং পৌর শহরের পূর্বটেংরি এলাকার মো. আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, রাত ১০টার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৩-৪ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত ওই সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন সহ আরো কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায়। আমি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কেকে/ এমএস