কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘ইস্পাহানীয়ান পরিবার’ এর ১৭তম এবং ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার রুমে এ প্রোগ্রাম আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক ও মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহযোগী অধ্যাপক মো. ফেরদৌস উল ইসলাম খান, সহযোগী অধ্যাপক সচিনাথ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক মোহাম্মদ মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী অধ্যাপক আবুল কালাম মজুমদারসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
এ সময় নবীন ও প্রবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকেরা বিভিন্ন ধরনের পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য দেন।
কলেজের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি শারাফাত হোসেন বলেন, উপস্থিত ছাত্র, শিক্ষক, নবীন আমরা সকলেই ইস্পাহানীয়ান । আমরা যাতে সকলে মিলেমিশে একটি বন্ধনে থেকে এই দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে পারি সকলকে সেই আহ্বান করছি। সকল অতিথিদের ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আমরা সামনে আরো বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করব, আশা করি সকলে সেই প্রোগ্রামে থাকবেন।
কেকে/এএম