গাজীপুরের টঙ্গীতে বারাকা ফ্যাশন লিমিটেড এর পোষাক কারখানায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত নয়টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের রাতেই টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন গরুতর অসুস্থকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, টিফিন খেয়ে অসুস্থ হয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও শহিদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ৬ জন চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) কারখানাটিতে সাধারণ ছুটি চলছে। বৃহস্পতিবার রাত থেকে কারখানায় শিল্প পুলিশ মোতায়ন রয়েছে।
কারখানা শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার প্রায় এক হাজার শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত আটটার দিকে কারখানা কর্তৃপক্ষ তাঁদের টিফিন সরবরাহ করে। এর পরই অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শ্রমিকরা অসুস্থ হবার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ১১৬ জন অসুস্থ শ্রমিককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সাধারন ছুটি আছে। শনিবার থেকে কারখানা যথারীতি চলবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর