বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়নি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এ মন্তব্য করেন।
ড. শফিকুর রহমান বলেন, বৃষ্টি শুরু হলেই তিস্তাপাড়ের মানুষের জীবন দুঃসহ হয়ে ওঠে। তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন চান। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে এ প্রকল্প বাস্তবায়িত হয়নি। সরকারের ব্যর্থতা ও অদক্ষতার কারণেই মানুষের এই দুর্ভোগের অবসান ঘটেনি।
জামায়াতের আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনো বাংলাদেশের দল ছিল না। তারা সবসময় নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। বর্তমানে তাদের শেষ সময়ে এসে তারা তাদের ‘দেশ’ (ভারত) বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত দেশে যত অন্যায় ও দখল হয়েছে, তার মূল হোতা আওয়ামী লীগ। তারা সবকিছুর জন্য জামায়াতকে দোষারোপ করলেও পরে প্রমাণিত হয়েছে যে, এসব অপকর্মের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত।
বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশের চৌকস অফিসারদের হত্যা করেছে। এটি ২০০১ সালে কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ী সীমান্ত সংঘর্ষের প্রতিশোধ ছিল। এছাড়া তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, ইসলামী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদের ঐক্য প্রয়োজন। যদি আমাদের ভালোবাসেন এবং ক্ষমতায় আসার সুযোগ দেন, তবে উন্নয়নে বৈষম্য থাকবে না। অবহেলিত রংপুর ও কুড়িগ্রামের মতো অঞ্চলে সমতা ও অগ্রাধিকার দেওয়া হবে।
দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রাম জেলা জামায়াত এভাবে সভা আয়োজনের সুযোগ পেয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনের পর আমিরে জামায়াত ড. শফিকুর রহমান জেলার নাগেশ্বরীর রামখানায় ফেলানীর বাড়িতে যান এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
কেকে/এএম