বুধবার, ২ এপ্রিল ২০২৫,
১৯ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ২ এপ্রিল ২০২৫
শিরোনাম: চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭      গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪২ ফিলিস্তিনি নিহত      চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      
রাজনীতি
আওয়ামী লীগের জন্য তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়নি: জামায়াত আমির
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ২৪.০১.২০২৫ ৫:৫৫ পিএম  (ভিজিটর : ১২৯)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয়নি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এ মন্তব্য করেন।

ড. শফিকুর রহমান বলেন, বৃষ্টি শুরু হলেই তিস্তাপাড়ের মানুষের জীবন দুঃসহ হয়ে ওঠে। তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন চান। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে এ প্রকল্প বাস্তবায়িত হয়নি। সরকারের ব্যর্থতা ও অদক্ষতার কারণেই মানুষের এই দুর্ভোগের অবসান ঘটেনি।

জামায়াতের আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনো বাংলাদেশের দল ছিল না। তারা সবসময় নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। বর্তমানে তাদের শেষ সময়ে এসে তারা তাদের ‘দেশ’ (ভারত) বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত দেশে যত অন্যায় ও দখল হয়েছে, তার মূল হোতা আওয়ামী লীগ। তারা সবকিছুর জন্য জামায়াতকে দোষারোপ করলেও পরে প্রমাণিত হয়েছে যে, এসব অপকর্মের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত।

বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশের চৌকস অফিসারদের হত্যা করেছে। এটি ২০০১ সালে কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ী সীমান্ত সংঘর্ষের প্রতিশোধ ছিল। এছাড়া তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, ইসলামী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদের ঐক্য প্রয়োজন। যদি আমাদের ভালোবাসেন এবং ক্ষমতায় আসার সুযোগ দেন, তবে উন্নয়নে বৈষম্য থাকবে না। অবহেলিত রংপুর ও কুড়িগ্রামের মতো অঞ্চলে সমতা ও অগ্রাধিকার দেওয়া হবে।

দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রাম জেলা জামায়াত এভাবে সভা আয়োজনের সুযোগ পেয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনের পর আমিরে জামায়াত ড. শফিকুর রহমান জেলার নাগেশ্বরীর রামখানায় ফেলানীর বাড়িতে যান এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   তিস্তা প্রকল্প   জামায়াত আমির  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪২ ফিলিস্তিনি নিহত
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে শিশু গুলিবিদ্ধ
৭১-এ অন্য সংগঠন করতাম, যুদ্ধাপরাধের অভিযোগ মিথ্যা
লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাছান মাহমুদকে

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে অস্ত্রের মুখে নৈশপ্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
বাঞ্ছারামপুরের রুপসদীতে বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে আবাদী জমি
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত
তাড়াশে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close