বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর হাট কাঁচা বাজারের মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খানের সভাপতিত্বে আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারা উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইকবাল হােসেন শিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা।
কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক প্রেরিত লিফলেট পাঠ করেন আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য শাহরিয়ার হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য জাহাঙ্গীর, মাহবুবর রহমান বাবু, জালাল, বারখাইন ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জামাল হোসেন সও, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাশেম সও, বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা পারভেজ, শিপন, আবুল হোসেন, মোরশেদ, বারশত ইউনিয়ন কৃষক দল নেতা জালাল, ফারুক, জাহিদ।
আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খালেদ, ইউনিয়ন বিএনপি নেতা শওকত হোসেন শাহ, মাহমুদুল হক, আবু,শাহ আলম, কামাল, সেলিম, ইউনিয়ন যুবদল নেতা দিদার, মহিউদ্দিন, সুলতান স্বেচ্ছাসেবক দল নেতা খাজা আহমদ, ফয়েজ,রায়পুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস, মোহসেন, এয়াকুব, রুবেল, ছালে আহমদ, আহমদুর রহমান, রফিক, সত্তার, এরশাদ, ইদ্রিস, খোকন, মহিউদ্দিন, হান্নান, নাছির, কাইয়ুম প্রমুখ।
কেকে/এএম