আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুছার নের্তৃত্বে এ মিছিলটি উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস হতে শুরু করে মুছা মার্কেটে এসে শেষ হয়।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা (ভিপি মুছা) বলেন, আগামী ১ ফেব্রয়ারি জেলা বিএনপির সম্মলনকে যে-কোনো মূল্যে সফল করতে বাঞ্ছারামপুর বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত আছে।
গণমিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এইচ.জেড শুকড়ী সেলিম, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক ছালে মুছা, যুবদলের আহ্বায়ক হারুনুর রশীদ আকাশ, যুবদল নেতা আবু কালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজির হোসেন ভেন্ডার, রুপসদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস মেম্বার, ছাত্রদল নেতা কাবিল, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার, ফরদাবাদ ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
কেকে/এএম