ডোমারে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
মোঃআব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ পিএম (ভিজিটর : ২৭৭)
ছবি: নিহত মো. রাকিব ইসলাম
নীলফামারী জেলার ডোমার উপজেলায় পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ডোমার উপজেলার আন্ধারুর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিশু, দক্ষিন গোমনাতি এলাকায় বিষপানে এক ব্যক্তি ও কেতকিবাড়ী চান্দখানা এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন গোমনাতি সন্নাসীতলা এলাকায় দর্শন রায় (৪০) নামে এক ব্যক্তি বিষপান করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুরে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।দর্শন সন্নাসীতলা এলাকার মংলু রায়ের ছেলে।
নিহত দর্শনের ভাই হরিদ্র নাথ রায় তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার দুপুরেই তার দাহ সম্পন্ন করা হয়েছে। তবে কি কারণে সে বিষপান বা ইদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়েছে সেটি তিনি জানেন না বলে জানান।
অন্যদিকে উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের চান্দখানা এলাকায় পুণ্য রঞ্জন রায়(৩৬) নামে এক যুবক বাঁশঝাড়ের ভিতর বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রঞ্জন রায় কেতকিবাড়ী ইউনিয়নের চান্দখানা গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে।
ইউপি চেয়ারম্যান রোমান ইসলাম মৃত্যুর বিষয়টি নিস্চিত করে বলেন, রাতে ভাত খেয়ে যে যার মত ঘড়ে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখতে পায় বাড়ীর পাশেই বাঁশঝাড়ের ভিতর তার ঝুলন্ত দেহ। পরিবারের লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি ইউডি মামলা ও ময়না তদন্তের জন্য জেলার মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।
অপরদিকে বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় মো. রাকিব ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। নিহত রাকিব ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা জোড়াপাখুরী এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। বৃহস্পতিবার রাতে উপজেলার আন্ধারুর মোড় এলাকার পাশে পৌরসভা হাটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাড়ি থেকে সাইকেলে করে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে পৌরসভা হাটের সামনে পঞ্চগড় থেকে জলঢাকাগামী দ্রুত গতির ট্রাকের সাথে সাইকেলের ধাক্কা লাগলে, ছিটকে গিয়ে সেখানে গুরুতর আহত হয় রাকিব। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লোকজন অভিযোগ করতে না চাওয়ায়, কোন মামলা রুজু করা হয়নি।
কেকে/এআর