বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়, বিএনপি ভালো মানুষের দল, বিএনপি জনগণের দল। কেউ চাদাবাজি, জুলুম, মাদকের সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দীতে মডেল উপজেলা বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত হোসেন কোকোর ১০ মৃত্যু বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ্য হতে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সে মামলা এখন প্রায় শেষ, তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করেছিল তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে, তারাই ক্ষমতায় আসবে কিন্তু আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, মানুষ আবার ভোট দিতে পারবে। এবং আগামীর সরকার হবে বেগম খালেদা জিয়ার সরকার, জনগণের সরকার বলেও তিনি মন্তব্য করেন।
এসময় তিনি আগামী নির্বাচনে ছেলে ইরফান ইবনে আমান অমি'র জন্য ভোট চান। এবং বিএনপি ক্ষমতায় এলে বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ব্রিজ করে দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ সেলিম, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেলসহ অনেকে।
কেকে/এআর