গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে “তরগাঁও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার” উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে সেন্টারের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ রহমান নাহিদ। ভিডিও প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জার্মান প্রবাসী জিয়াউল হক জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টিপু খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকার প্রশংসা করেন। প্রতিষ্ঠানটি সেবার মানসিকতা নিয়ে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে। জামান ভবনে স্থাপিত এই সেন্টারে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে। স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
কেকে/এএম