মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ      আন্দোলনে যাবে না বিএনপি      অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব       বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      
গ্রামবাংলা
বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫১ পিএম  (ভিজিটর : ১৮৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় বাজিতপুরের বাঁশ মহল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে তারা এসময় ‘অবৈধ কমিটি, মানি না, মানি না, ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না’ এধরনের নানা শ্লোগান দিতে থাকে।

বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস মীর জলিল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সাবেক সাংসদ মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী মঞ্জুরুল হক খোকন প্রমূখ।  

বক্তারা এসময় ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে মর্মে অভিযোগ করে বলেন, আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ, বর্তমানে অবৈধ মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা একটি বাড়িতে বসে পকেট কমিটি দিচ্ছে। যাদের ১৭ বছর পাশে পায় নি এবং বিগত আন্দোলনে কোন ভূমিকা ছিল না।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ সঞ্চালনায় বক্তারা আরও বলেন, বর্তমান অবৈধ মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও যুগ্ম আহ্বায়ক মনির তাদের মনমতো টাকার বিনিময়ে পকেট কমিটি করছে। ইকবাল ও মনির আওয়ামী দোসরদের সুযোগ দিয়ে বাজিতপুরে পুনর্বাসনের জন্য এসব কমিটি করছে। অবিলম্বে অবৈধ বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়ার হুশিয়ারি দেন। 

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বাজিতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ
সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২জন আটক
আন্দোলনে যাবে না বিএনপি
সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি
অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close