পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১
মো. আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী)
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম (ভিজিটর : ৮৯)
নিহত রাসেল মন্ডল।
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মন্ডল (১৭) নামে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে ইমরান মন্ডল (১৭) ও রনি (১৬) নামের আরো ২ কিশোর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার যশাই ইউপির উদয়পুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
ইমরান মন্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মন্ডলের ছেলে ও ইমরান মন্ডল ইউপির দড়িপাট্টা গ্রামের সোবাহান মন্ডলের ছেলে এবং রনি মন্ডল ইউপির চরহরিনাডাঙ্গা গ্রামের রবিউল মন্ডলের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রাতে ২টি মোটরসাইকেলে মোট ৭ বন্ধু পাংশা থেকে উপজেলার হাবাসপুর ইউনিয়ে যাওয়ার পথে যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় পৌছালে ১টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উদয়পুর বাজারের দক্ষিন পার্শ্বে উদয়পুর পুরাতন মসজিদের সামনে শফিকের দোকানের সিমেন্টের খুটি সাথে পরে বেল গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাদের ঊদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে রাসেলের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এনামুল হক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে রাতেই রনির অবস্থার অবনতি হলে তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে রনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইমরান পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম