মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫,
২০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
শিরোনাম: প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগে আর বাধা নেই       শাহজাদপুরে হোটেলে আগুন, ৪ মরদেহ উদ্ধার       কাঠগড়ায় কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বললেন, আর আ.লীগ করব না       রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৩      জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল      অনিয়ম অবহেলায় চলছে সদর হাসপাতাল      নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮      
গ্রামবাংলা
মাদারগঞ্জের গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন
এম আর সাইফুল, জামালপুর
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম  (ভিজিটর : ১৫০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ অনুসন্ধান কূপের খনন কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

পেট্রোবাংলার রূপকল্প-৩ প্রকল্পের আওতায় ২০১৭ সালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পে ১৬৭ কোটি টাকা বাজেট ধার্য করে ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, এবং লিংক রোড নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তবে আজারবাইজানের গ্যাস কূপ খনন প্রতিষ্ঠান এসওসিএএআর কাজ শেষ না করেই চলে গেলে প্রকল্পটি দীর্ঘ সাত বছর আটকে থাকে।

অবশেষে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে এই প্রকল্পে নতুন করে কাজ শুরু হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে ১৬৮ কোটি টাকা ব্যয় হবে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এখানে ৪০০ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফিট) গ্যাস পাওয়া যাবে। দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে এবং সরিষাবাড়ি যমুনা ফার্টিলাইজার কোম্পানিতে সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, গ্যাস পাওয়া গেলে এই অঞ্চলে আরো অনুসন্ধান কূপ খননের মাধ্যমে স্থানীয় জনসাধারণের জীবনমানের উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি, দেশে গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে ১০০টি নতুন গ্যাস কূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, উপমহাব্যবস্থাপক মশিউর রহমানসহ মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সচিবের ভাষ্যমতে, সরকার পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারেরও উদ্যোগ নিয়েছে। এ ধরনের প্রকল্প জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লালপুরে বাবার ট্রলির চাপায় প্রাণ গেল ছেলের
ইংল্যান্ডের ইফতার সামগ্রী পেয়ে খুশি নোয়াখালীর বাসিন্দারা
সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগানো যুবক গ্রেফতার
বাহুবলে পুলিশের আউট অ্যাকশন শুরু: ওসি জাহিদুল ইসলাম
সাতকানিয়ার আওয়ামী লীগ নেতা শামসুল গ্রেফতার

সর্বাধিক পঠিত

লালপুরে ঈদগাহ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর
সিলেটে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ২
সোনাগাজীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি সবুজ গ্রেফতার
নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে জরিমানা
আর্থিক অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝