জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ অনুসন্ধান কূপের খনন কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
পেট্রোবাংলার রূপকল্প-৩ প্রকল্পের আওতায় ২০১৭ সালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পে ১৬৭ কোটি টাকা বাজেট ধার্য করে ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, এবং লিংক রোড নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তবে আজারবাইজানের গ্যাস কূপ খনন প্রতিষ্ঠান এসওসিএএআর কাজ শেষ না করেই চলে গেলে প্রকল্পটি দীর্ঘ সাত বছর আটকে থাকে।
অবশেষে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে এই প্রকল্পে নতুন করে কাজ শুরু হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে ১৬৮ কোটি টাকা ব্যয় হবে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এখানে ৪০০ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফিট) গ্যাস পাওয়া যাবে। দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে এবং সরিষাবাড়ি যমুনা ফার্টিলাইজার কোম্পানিতে সরবরাহ করা হবে।
তিনি আরো বলেন, গ্যাস পাওয়া গেলে এই অঞ্চলে আরো অনুসন্ধান কূপ খননের মাধ্যমে স্থানীয় জনসাধারণের জীবনমানের উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি, দেশে গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে ১০০টি নতুন গ্যাস কূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, উপমহাব্যবস্থাপক মশিউর রহমানসহ মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সচিবের ভাষ্যমতে, সরকার পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারেরও উদ্যোগ নিয়েছে। এ ধরনের প্রকল্প জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেকে/এএম