পটুয়াখালী দশমিনায় শহীদ জিয়া টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।
জানা যায়, ওই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। টি অ্যান্ড টি ক্লাব বনাম কলেজ পাড়া একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন আককাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজর অধ্যক্ষ আনিচুর রহমান, প্রভাষক আমিনুল হক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ন সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের সদস্য সচিব শামিম খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক গাজী সালাহউদ্দিন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা, দপ্তর সম্পাদক সোহাগ আহমম্মেদ লিওন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী তানজীর আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক হাসান জিদনি প্রমুখ।
কেকে/এআর