পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপি’র সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিমউদ্দিন, এবং সাবেক প্রচার সম্পাদক মিয়া জান বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, আটোয়ারী উপজেলা বিএনপি ২ জানুয়ারি বলরামপুর ইউনিয়ন বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে অসাংগঠনিকভাবে একটি পকেট কমিটি গঠন করেছে। তারা দাবি করেন, এ কমিটি গঠন করতে দলীয় নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে।
বক্তারা উল্লেখ করেন, জেলা বিএনপি ২১ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপিকে শোকজ করে। শোকজ থাকা অবস্থায় তারা কীভাবে বলরামপুর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে, তা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয়, নতুন কমিটির সভাপতি হিসেবে এমন একজনকে নির্বাচিত করা হয়েছে, যিনি আওয়ামী লীগের সাথে আতাত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
বক্তারা দাবি করেন, উপজেলা বিএনপি তাদের ব্যক্তিগত স্বার্থে এ কমিটি গঠন করেছে। তারা দ্রুত এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে একটি সাংগঠনিক কমিটি গঠনের দাবি জানান।
জানা গেছে, শোকজ থাকার পরও গত ২৩ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি মোস্তাফিজুর রহমান মোস্তাকে সভাপতি এবং আব্দুল বারী বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। এ কমিটি নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং কর্মসূচিতে নেতৃবৃন্দ কমিটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
কেকে/এএম