বাংলাদেশের দেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশের অংশ হিসাবে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধায় উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতিত্ব রুহুল আমিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ।
চাঁদভা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ বারেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, কৃষক দলের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, পৌর কৃষক দলের আহবায়ক বাবুল হোসেন, সদস্য সচিব বাবুল আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের মনোয়ার হোসেন মঞ্জু, সাবেক জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, দেবোত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ খান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রতন মোল্লা, বিএনপির নেতা আশরাফুল ইসলাম।
উক্ত কৃষক সমাবেশে জেলা, উপজেলা ও চাঁদভা ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম