গাইবান্ধার সুন্দরগঞ্জে গণঅধিকার পরিষদের উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারি ) বিকেলে সুন্দরগঞ্জ পৌর ভবনের সামনে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মিশু পারভেজ পাটোয়ারী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এনামুল হক, সহ-সভাপতি সাগর সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক নাফিস প্রামাণিক ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথি মাসুদ রানা মোন্নাফ তাঁর বক্তৃতায় বলেন, গণঅধিকার পরিষদ একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল, যা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এই দলের নেতাকর্মীরা কোনো সুযোগ-সুবিধা ছাড়াই জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, এই নতুন কার্যালয় জনগণের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের কার্যক্রমের প্রতি জনগণের আস্থা ও সমর্থন আরও দৃঢ় হয়েছে, যা সংগঠনটির ভবিষ্যত কার্যক্রমে শক্তি এবং অনুপ্রেরণা যোগাবে।
কেকে/এইচএস