বুধবার, ৯ এপ্রিল ২০২৫,
২৬ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে: প্রধান উপদেষ্টা      ভারতে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল      হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার      ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী      ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১০ মামলা, গ্রেফতার ৭২       বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ      বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত ষড়যন্ত্র      
গ্রামবাংলা
ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে ফেনী রেলস্টেশন মাস্টার: গ্রেফতার ৩
জোবায়ের হোসেন, ফেনী
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০:৩৩ এএম  (ভিজিটর : ১৭৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় ঘুরতে গিয়ে সস্ত্রীক ছিনতাইকারীর কবলে পড়েছেন ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার প্রকৌশলী মীর মোহাম্মদ ইমাম উদ্দিন ও তার স্ত্রী। মঙ্গলবার (২১ জানুয়ারি)  সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুদিন পর অভিযান চালিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) সোনাগাজীর সদর ইউনিয়নের চর সাহাপুর ও সোনাপুর এলাকা থেকে  ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। 

শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন। 

গ্রেফতার আসামীরা হলেন, চর সাহাপুর গ্রামের মৃত আবু আহাম্মদের ছেলে জসিম উদ্দিন (৪০), নুরুজ্জামানের ছেলে নুরুন্নবী রনি (৩০), চর সোনাপুর গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে রহিম উল্ল্যাহ ওরপে আশিক নিয়াজী ( ৩৩)। 

সোনাগাজী মডেল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ফেনী রেলস্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন তার স্ত্রী সোনাগাজীর মুহুরী প্রজেক্ট ঘুরতে আসলে সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে অজ্ঞাতনামা ৮/১০ ছিনতাইকারী তাদের তাদের জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় আসামীরা তাদের চাকু (ছুরি)  ঠেকিয়ে তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি পালসার মোটর সাইকেল নিয়ে নিয়ে যায়। 

এরপরে তাদেরকে সোনাপুর বাজারে নিয়ে গিয়ে তার (মীর মোহাম্মদ)  এটিএম কার্ড দিয়ে বুথ হতে টাকা তুলে নেওয়ার চেষ্টা কালে লোকজন জড়ো হলে তারা কৌশলে উক্ত স্থান হতে পালিয়ে যায়। পরদিন আসামী আশিক মীর মোহাম্মদকে মোবাইল ফোনে কল দিয়ে 

২০ হাজার টাকা চাঁদা দাবি করলে ভুক্তভোগী মীর মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন বলেন, গত মঙ্গলবার আমি ও আমার স্ত্রী ফারজানা ইয়াসমিন সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় ঘুরতে গেলে ৮ /১০ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের ঘিরে ধরে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় তারা আমাকে মারধর করে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা আমাদের ছেড়ে সটকে পড়ে। ঘটনার পরদিন ছিনতাইকারীদের একজন আমাকে ফোন করে ২০ হাজার টাকা দাবি করে হুমকি দিলে সোনাগাজী থানায় একটি অভিযোগ দায়ের করি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বলেন, অভিযোগ দায়েরের পর শুক্রবার ভোররাত থেকে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জসিমের বাড়ি থেকে একটি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার আসামীদের আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ছিনতাইকারী   স্টেশন মাস্টার   গ্রেফতার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী, দিনে প্রকাশ্যে জাটকা বিক্রি
বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
জলঢাকায় আলোকিত পরিবার ও সমাজ গঠনের লক্ষে তাক্ওয়া কনফারেন্স
টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তায় অভিযোগে মানববন্ধন

সর্বাধিক পঠিত

থানা থেকে আসামি ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
শরীয়তপুরে মা-মেয়েকে পেটালেন তিন বাপ-ছেলে
‘আক্রমণ করে গায়ের গোশত ঝাড়বেন, গোশত ছিনে নিয়ে আসব’, ছাত্রদল নেতার হুমকি
রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায়
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close