রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজশাহী টু ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে এই কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলরত স্থানীয়রা বলছেন, তারা শিমুলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
জানতে চাইলে বিক্ষোভরত রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাবিবুর রহমান মুক্তা বলেন, গতকাল আমাদের ভাইকে যারা মারছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই। আজকে আমার ভাইকে মারা হল, কালকে আবার অন্য ভাইকে মারা হবে এটা আমরা মেনে নেব না। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আর রাবি শিক্ষার্থীদের দ্বারা এটা ধামাচাপা দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু তদন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
বিক্ষোভকারী আরেক স্থানীয় বলেন, আমাদের দাবি, আমাদের উপর থেকে বহিরাগত ট্যাগ সরাতে হবে। আজ আমাদের কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো, আমরা শিমুল হত্যার সুষ্ট বিচার চাই। আর ভবিষ্যতে যেন এই ধরনের কোন ঘটনা না ঘটায় প্রসান। আজ শিমুলের উপর আক্রমণ চালিয়েছে কাল অন্য কারোর উপর চালাবে। এর আমরা সুষ্ঠ বিচার চাই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে শিমুল (২১) নামের রাজশাহী কলেজ পড়ুয়া এক স্থানীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। শিমুল নগরের মতিহার থানাধীন মধ্য মেহেরচন্ডী বুধপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে।
শিমুলের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা চলছে। একাধিক সূত্রে এখন পর্যন্ত তিন ধরনের তথ্য পাওয়া গেছে। ডাক্তার বলছেন মাথায় রক্তক্ষরণের ফলে শিমুল মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা রক্তের দাগ পাওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি তাকে মারধার করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে প্রক্টর বলছেন বাইক নিয়ে পালানোর সময় দুর্ঘটনা ঘটেছে।
কেকে/ এমএস