মোটরসাইকেল-ঠেলাগাড়ির সংঘর্ষে একজন নিহত, আহত ২
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২:১২ পিএম (ভিজিটর : ৩৮)
ফাইল ছবি
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে।
এসময় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন- মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নাসির আহমদ ঠেলাগাড়ি নিয়ে জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি আনতে যান। এসময় কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের স্থানীয় একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন এবং নাসিরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক শামসুল হক সুমন জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবক আহত হন। এরমধ্যে নাসির আহমদ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার লাশ ওসমানীর মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।
কেকে/ এমএস