রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ১০ জন ছিনতাইকারী-কে ছুরি, চাপাতি ও সামুরাই সহ গ্রেফতার করেছে র্যাব-২
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হচ্ছে, আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি ছিনতাইকারী মেহেদী (২৮), মো. মঈনউদ্দীন মো. শরীফ, মো, মইন আলী, মো, আপরাজিত আহমেদ অমিত, মো, মাসুম, মো, চনু মিয়া, মো, শাহিন, মো, ইব্রাহিম খলিল, মো, আকাশ কে ১০ টি দেশীয় অস্ত্র অস্ত্র সহ গ্রেফতার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে ছিল ২টি সামুরা, ০১টি চাপাতি, ০৩টি চাকু ও ০৪টি ফোল্ডিং চাকু।
র্যাব জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাই এর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থান গুলোতে র্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোহাম্মপুর ও আদাবর হতে ০১জন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
র্যাব-২ এর সহকারী এএসপি (খান আসিফ তপু) বলেন, মোহাম্মদপুর এলাকায় ইদানীং চুরি ছিনতাই রোধে নাগরিকদের নিরাপত্তা দিতে র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছে অচিরেই এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
তিনি আরো বলেন, গত রাতের গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এমএস