পটুয়াখালীর দশমিনায় জনস্বাস্থ্য বিভাগের এক সহকারী প্রকৌশলীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৩২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বহরমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বগুড়া গ্রামের বাচ্চু গাজীর ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০), উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের সহকারি প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ সাইদুর রহমান (৩৮) । তিনি জেলার বাউফল উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ বাউফল গ্রামের মৃত. খলিলুর রহমানের ছেলে। অপরজন মারুফ বিল্লাহ সুমন (৪৫) একই উপজেলার কালাইয়া বন্দরের আবদুল খালেকের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মো. ছগীর মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে বাচ্চু গাজীর ঘরের বারান্দা থেকে ওই তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় প্রকৌশলী সাইদুর রহমানের কাছ থেকে ১০০ পিস, সুমনের কাছ থেকে ১০৭ পিস এবং বাচ্চু গাজীর কাছ থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোলা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে এর সত্যতা পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
কেকে/ এমএস