শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৯১.৮৫ শতাংশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষ ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট ভর্তি পরিক্ষার শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. লায়লা আশরাফুন।
তিনি জানান, এদিন ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১৩৯ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের ৮টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আজ শনিবার বেলা ১১টায় ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এছাড়া, আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট ও ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুুষ্ঠিত হবে।
কেকে/এএম