“মানব সেবায় দেবো মন, সবাই মোদের প্রিয়জন” স্লোগানে কাউনিয়া সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন উদ্বোধন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউনিয়া সোসাইটির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা হুমায়ুন কবীর খোকন, পাশে আছি সামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামীম মুহাম্মদ ওবায়দুল হক, পুমাকের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব হুমায়ুন কবীর তারা, আলোর বাহন সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, কাউনিয়া সোসাইটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সরকার সৈকত, আন্তঃ বিভাগীয় সমন্বয়ক রাকিকুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক শাহ্ জনি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন কাউনিয়া সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা।
কাউনিয়া সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কাউনিয়ার চারজন শহিদ পরিবার এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয় ও একটি মাদরাসার সকল শ্রেণির প্রথম রোলধারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
কেকে/এএম