সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫,
১৪ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ঋণ বিনিয়োগে করুণ হাল, রফতানি-রেমিট্যান্সে স্বস্তি       ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ      পবিত্র শবে মেরাজ আজ      ঢাকা শহর অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের      ৪ ঘন্টা পর থামলো ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ      ঢাবি-সাত কলেজ সংঘর্ষের নেপথ্যে যত ঘটনা!       সংঘর্ষের দায়ভার হাসিনা ও আরেফিন সিদ্দিকীর: ছাত্রদল সেক্রেটারি      
রাজনীতি
পঞ্চগড়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৫:১১ পিএম  (ভিজিটর : ৮০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সামাউন হক, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিমউদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের সদস্য সচিব ও ইউপি সদস্য ফারুক হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, আটোয়ারী উপজেলা বিএনপি গত ২ জানুয়ারি বলরামপুর ইউনিয়ন বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে অসাংগঠনিকভাবে একটি পকেট কমিটি গঠন করেছে। তারা দাবি করেন, এ কমিটি গঠন করতে দলীয় নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, জেলা বিএনপি ২১ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপিকে শোকজ করে। শোকজ থাকা অবস্থায় তারা কীভাবে বলরামপুর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে, তা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয়, নতুন কমিটির সভাপতি হিসেবে এমন একজনকে নির্বাচিত করা হয়েছে, যিনি আওয়ামী লীগের সাথে আতাত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

বক্তারা দাবি করেন, উপজেলা বিএনপি তাদের ব্যক্তিগত স্বার্থে এ কমিটি গঠন করেছে। তারা দ্রুত এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে একটি সাংগঠনিক কমিটি গঠনের দাবি জানান।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, শোকজ থাকার পরও গত ২৩ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি মোস্তাফিজুর রহমান মোস্তাকে সভাপতি এবং আব্দুল বারী বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে। এ কমিটি নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং কর্মসূচিতে নেতৃবৃন্দ কমিটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

কেকে/এএম






মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ বিনিয়োগে করুণ হাল, রফতানি-রেমিট্যান্সে স্বস্তি
কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ
পবিত্র শবে মেরাজ আজ
ঢাকা শহর অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে লাইসেন্স ছাড়াই চলছে ফার্মেসী, নজরদারি নেই প্রশাসনের
সিরাজগঞ্জে বাস চাপায় শিক্ষকসহ নিহত ২
সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ৩৩ জনের নামে মামলা
নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৩
ঢাবি-সাত কলেজ সংঘর্ষের নেপথ্যে যত ঘটনা!

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝