চারদিন পর আজ সকালে নওগাঁয় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও তীব্র শীতের প্রকোপে কোনো কমতি আসেনি। দিনের বেলা সূর্যের সামান্য তাপ থাকলেও সন্ধ্যার পর উত্তরের হিমেল হাওয়ায় শীত আরও তীব্র হয়ে উঠছে। চলতি শীত মৌসুমে নওগাঁ ও এর আশপাশের এলাকায় কখনো মৃদু, কখনো তীব্র শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে প্রভাবিত করছে।
তীব্র শীতের দাপটে নওগাঁ জেলার অসহায়, দুস্থ, ছিন্নমূল, ভবঘুরে, হরিজন ও বেদে পল্লীর মানুষসহ শ্রমজীবী ও নিম্ন আয়ের শ্রেণির মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিশুসদন ও এতিমখানার শিক্ষার্থীরা শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নিজে বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন। এতিমখানা, শিশুসদন, হরিজন ও বেদে পল্লী, হিজড়া সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তিনি। এই প্রথমবারের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীতার্ত শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, চলতি শীত মৌসুমে সরকারের পক্ষ থেকে নওগাঁ জেলায় ৭০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, নওগাঁ সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিবছর শীতের তীব্রতায় মানুষ কষ্ট পায়। এবারও সকল অসহায় ও দুস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে আমরা কাজ করছি। এটি চলমান থাকবে।
কেকে/এএম