গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ২ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে পরিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। আবদুল আলিমের মৃত্যুতে শোক জানিয়েছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, প্রেসিডিয়াম সদস্য ডা. শহীদুল্লাহ সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমএ গনি, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী, গাজীপুর থেকে জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদের সভাপতি সাংবাদিক নূরুল আমীন সিকদার, সাধারণ সম্পাদক মাষ্টার মতিউর রহমান, আজগর হোসেন, মফিজ উদ্দিন, হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মীর মাসুদ করিম, আলা উদ্দিন শেখ, সামসুল হুদা লিটন প্রমুখ।
কেকে/এএম