দশ টাকা কেজি চালের কথা বলে মানুষের সাথে প্রতারণা করে ভোট নিয়েছে। এর জবাবে বাংলার মানুষ তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এটা কোনো প্রতিহিংসা নয়, এটা তার কর্মেরই ফল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বাউনিয়া এলাকায় প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতার বলে উচ্ছেদ করেছিল, ভাগ্যের কী নির্মম পরিহাস, যেই জনগণের রায় নিয়ে তিনি ক্ষমতায় ছিলেন; সেই জনগনই তাকে দেশছাড়া করে দিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। স্বৈরাচারী প্রহসনের নির্বাচন ও দখল চাঁদাবাজি, লুটপাটে বিশ্বাসী নয়।
এর আগে ৫২ নং ওয়ার্ডের একটি মসজিদের উদ্বোধন করেন হাজী মোস্তফা জামান। এ সময় উক্ত মসজিদকে তিনি এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হালিমসহ উত্তরা ও তুরাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দগন। পরে দুপুর ২টায় প্রধান অতিথির বক্তব্য শেষে আরাফাত রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কেকে/এএম