কেরানীগঞ্জের দক্ষিণ করেরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর মোহাম্মদের বিরুদ্ধে। হত্যার পর তিনি নিজেই স্ত্রীকে স্থানীয় আব্দুল্লাহপুর ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে স্বামী নুর মোহাম্মদ (৩০) তার স্ত্রী নারগিস বেগম (২১) কে শ্বাসরোধ করে হত্যা করে নিজেই স্থানীয় আব্দুল্লাহপুর ইব্রারহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ বাড়ি গুলগুলিয়ারচর নিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
মুন্সীগঞ্জের সিরাজদিখানের পলাশপুর গ্রামের হাশেম মিয়ার মেয়ে নার্গিস আক্তার ও তার স্বামী নুর মোহাম্মদ নেওয়াজ আলীর ছেলে। তারা দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও গ্রামে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, অভাব-অনটনের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম