কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঔষধ বিক্রির দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’।
প্রত্যক্ষদর্শী জানান, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাজু আহমেদের ঔষধ বিক্রির দোকানের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার পর সাইনবোর্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ফিরে আসার বার্তা ভেসে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, দুপুর ২টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক যায়। এরপর ছাত্রলীগ ফিরে আসার বার্তা ভেসে উঠে। হ্যাক হয়ে যাওয়ায় ডিজিটাল সাইনবোর্ডটি বন্ধ করে রাখা হয়েছে বলেও তিনি জানান।
কেকে/এএম