রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিতৈষী’র পথচলার এক যুগবর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার ( ২৫ জানুয়ারি ) বিকেলে পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সুমন ও সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান।
পরে সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মাদক বিরোধি যুব সমাবেশ ও গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।সংগীতানুষ্ঠানে দেশবরেণ্য কন্ঠ শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
কেকে/এইচএস