গাইবান্ধার সুন্দরগঞ্জে টিসিবি'র স্মার্ট কার্ড বিতরণে জনপ্রতি ২০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের বিরুদ্ধে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি'র স্মার্ট কার্ড বিতরণকালে এ টাকা আদায় করা হয়। ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে হিসাব সহকারী সফিকুল ইসলাম উপকারভোগীদের কাছ থেকে টাকা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ার-টেবিল নিয়ে বসে টিসিবি'র স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এ সময় চেয়ারম্যানের লোকজন সুবিধাভোগীদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় শুরু করেন। এতে অনেকে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, টিসিবি'র কার্ড বিতরণের জন্য কোনো টাকা আদায়ের অনুমতি ছিল না, তবে চেয়ারম্যানের লোকজন তা আদায় করছে। এর ফলে পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, টিসিবি'র কার্ডের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। এটি ছিল বসতবাড়ির খাজনা (ট্যাক্স) আদায়ের একটি প্রক্রিয়া, যার জন্য উপকারভোগীদের ২০০ টাকা রশিদ মূলে দিতে বলা হয়েছিল।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
কেকে/এইচএস