মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫,
১৫ মাঘ ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
শিরোনাম: রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের      মাঝরাত থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ট্রেন চলাচল      ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি      গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ      আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই: জামায়াত সেক্রেটারি      পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি: মুখপাত্র      ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না: হাসনাত       
অর্থনীতি
১৫০ টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতি চায় বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০:০৭ পিএম  (ভিজিটর : ৬১)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশে ১৫০ টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।

শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তার আগে এ শিল্পের সঙ্গে জড়িত কর্মীরা ডিআরইউ কার্যালয়ের সামনে ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন।

তারা বলেন, ১৫০ টাকা দামের প্লাস্টিক ও রাবারের পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট বসলে তাতে এসব পাদুকার দাম বাড়বে, যার ভুক্তভোগী হবেন গ্রাম থেকে শহরের একেবারে নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া এ ধরনের পাদুকা তৈরির সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন বলেন, প্লাস্টিক ও রাবাবের তৈরি ১৫০ টাকা বা তার কম দামের হাওয়াই চপ্পল ও পাদুকার ওপর ২০২৪ সালের ২৭ মে থেকে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়ে আসছিল সরকার। কিন্তু ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন এক আদেশে সেই সুবিধা প্রত্যাহার করে নেয়। এর ফলে কম দামি এসব হাওয়াই চপ্পল ও পাদুকার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর দাম বাড়লে নিম্ন আয়ের মানুষ এসব পাদুকা ও হাওয়াই চপ্পল পরা কমিয়ে দেবেন। তাতে অনেক কারখানার উৎপাদন কমবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো বেশি সমস্যায় পড়বে। আর সেটি হলে অনেক মানুষ কর্মসংস্থান হারাবেন।

মূল্যবৃদ্ধির কারণে কম দামি হাওয়াই চপ্পল ও পাদুকার বিক্রি কমে গেলে তা পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলবে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়, এ ধরনের চপ্পল ও পাদুকা তৈরিতে কারখানাগুলো মূলত পুরোনো চপ্পল ও পাদুকাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। পুনরুৎপাদন বা রিসাইক্লিংয়ের মাধ্যমেই এসব কারখানা চলে। কারখানার সংখ্যা বা হাওয়াই চপ্পল ও পাদুকার বিক্রি কমে গেলে তাতে রিসাইক্লিংও কমে যাবে। তখন গ্রাম থেকে শহরে রাস্তাঘাটে ব্যবহারের অনুপযোগী হাওয়াই চপ্পল ও পাদুকা পড়ে থাকবে। এসব সামগ্রী পচনশীল নয়। এর ফলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে।

সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন বলেন, এখন যে রাস্তাঘাটে রাবার ও প্লাস্টিকের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকা খুব বেশি পড়ে থাকতে দেখা যায় না, তার বড় অবদান এ খাতের পাঁচ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি কারখানার। দেশজুড়ে এ ধরনের কারখানা ছড়িয়ে-ছিটিয়ে আছে। তিনি জানান, বর্তমানে পাদুকা প্রস্তুতকারক সমিতির সদস্যসংখ্যা প্রায় সাড়ে পাঁচশ। এসব কারখানা বছরে কয়েক কোটি জোড়া কম দামি চপ্পল ও পাদুকা তৈরি করে। স্থানীয়ভাবে অনেক মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ ৯ জানুয়ারি প্লাস্টিক ও রাবারের তৈরি ১৫০ টাকা পর্যন্ত হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। তাই এ খাতে ভ্যাট অব্যাহতির আগের সুবিধা পুনবর্হালের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। দাবি পূরণ না হলে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় যুবদল নেতার সংর্বধনা সভায় বিশাল মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত
ক্ষেতলালে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
জুলাই বিপ্লবে আহত ইমামের পাশে জেলা প্রশাসক আশরাফুল
‘কৃষি কাজে ভালো করতে হলে তথ্যপ্রযুক্তির সাথে সম্পর্ক রাখতে হবে’

সর্বাধিক পঠিত

সীমান্তে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ
কাউনিয়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শশুর আটক
মাঝরাত থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ট্রেন চলাচল
বাঁশ তুলতে দেরি হওয়ায় টোল প্লাজায় বৈষম্যবিরোধীদের হামলা
সিলেটে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝