জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবির ৮০ বস্তা চাল-ডালসহ তিন জনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে এ চাল-ডাল জব্দসহ তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০), জেসমিনের মেয়ে ফারজানা (২০) ।
মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমান বলেন, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের মাধ্যম্যে জানিতে পারি যে, ১নং চর-পাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারের পাশে হুমায়ুন আলীর বাড়ীতে টিসিবির পন্য চাল ও ডাল অবৈধ ভাবে মজুদ ও টিসিবির বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় রুপান্তর করতেছিল। ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনগনের সহায়তায় ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন কে আটক করা হয়।
আটককৃতদের দাবি মালামাল সম্পর্কে তারা অবগত নয়, তারা দিনমজুর হিসেবে কাজ করেন।
কেকে/ এমএস