সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫,
১৪ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ঋণ বিনিয়োগে করুণ হাল, রফতানি-রেমিট্যান্সে স্বস্তি       ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ      পবিত্র শবে মেরাজ আজ      ঢাকা শহর অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের      ৪ ঘন্টা পর থামলো ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ      ঢাবি-সাত কলেজ সংঘর্ষের নেপথ্যে যত ঘটনা!       সংঘর্ষের দায়ভার হাসিনা ও আরেফিন সিদ্দিকীর: ছাত্রদল সেক্রেটারি      
প্রিয় ক্যাম্পাস
ভাইভার তারিখ প্রকাশ
সমাধানের পথে এগুচ্ছে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০:৫১ পিএম  (ভিজিটর : ৩০৭)
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় | ছবি: প্রতিনিধি

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় | ছবি: প্রতিনিধি

সমাধানের পথে এগুচ্ছে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) কতৃপক্ষ। দুই বছর পর বিশ্ববিদ্যালয় অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের উদ্যাগ নিয়েছে কতৃপক্ষ। ইতোমধ্যে ভাইভা পরীক্ষার তারিখ জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ কমিটি। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় নেটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি সাটানো হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১১ থেকে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে সাক্ষাৎকার। বিশ্ববিদ্যালয়ের চৌহাট্টাস্থ ডিনের অস্থায়ী কার্যলয়ে সাক্ষাৎকারে আবেদনকারিকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় প্রথম ভাইস চ্যান্সেলর ডা. প্রফেসর মুর্শেদ আহমদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) নইমুল হক চৌধুরীর বিরুদ্ধে। এরপর প্রথম মেয়াদ শেষে করেই বিদায় নেন ডা. প্রফেসর মুর্শেদ আহমদ আহমদ চৌধুরী। মুর্শেদ আহমদ আহমদ চৌধুরীর বিদায়ের মাস তিনেক পর দুর্নীতির অভিযোগে চাকরি হারান রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) নইমুল হক চৌধুরী। এরপর ২০২৩ সালের ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডা. এনায়েত হোসেন। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চোখের চিকিৎসক ছিলেন। তিনি ভিসির চেয়ারে বসেই আগের উপাচার্যের নিয়োগকৃত ২৩৯ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ করে দেন। তবে তিনি ও সাবেক রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করতেন। এরপর থেকেই বেতন-ভাতার দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।

এরপর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই গা ঢাকা দেন ভিসি ডা. এনায়েত হোসেন। কোনো ধরণের ছুটি ছাড়াই টানা দুই মাস ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন তিনি। এমতাবস্থায় ভিসির পদত্যাগের দাবি তুলেন বেতন-ভাতা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারী। প্রায় আড়াইমাস পর গত ৭ নভেম্বর নিজ কার্যালয়ে ফিরেই অবরুদ্ধ হন ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। পরে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় উদ্ধার হন। 

এর আগে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই তিনি ‘লাপাত্তা’ ছিলেন। এ দিন ভিসি কার্যালয়ে এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে এসো জড়ো হন বেতন বঞ্চিতরা। এক পর্যায়ে চাকরি নিয়মিতকরণ ও বকেয়া বেতন-ভতা পরিশোধের দাবিতে ভিসিকে  সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। পরে বিষয়টি সুরাহা করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকে বসেন ভিসি, ট্রেজারার, সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ভিসি ১৫ দিনের মধ্যে দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলে তার অবরুদ্ধ অবস্থার অবসান হয়। 

এর আগে গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১০তম সিন্ডিকেটের ডিন হিসাবে অধ্যাপক ডা. নাজমুল ইসলামকে নিয়োগ দেন ভিসি। পরে ১০তম সিন্ডিকেটে ডা. মো. নাজমুল ইসলাকে প্রধান করে গঠন করা হয় নিয়োগ কমিটি। এর ১৫ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই কমিটি। গত বছরের ১৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রত্র জমা নেওয়া হয়। এর একমাস পর ভাইভার পরীক্ষার তারিখ প্রকাশ করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে করা হলো।

এ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০তম সিন্ডিকেটের সভায় আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পরের সিন্ডিকেটে আমাকে নিয়োগ কমিটির সভাপতি করা হয়। দ্বায়িত্ব পেয়ে আমি এ পর্যন্ত নিয়ে এসেছি। আশা করি বাকি কজটুকুও দ্রুতই শেষ করতে পারব।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ভাইভার তারিখ প্রকাশ   সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ বিনিয়োগে করুণ হাল, রফতানি-রেমিট্যান্সে স্বস্তি
কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ
পবিত্র শবে মেরাজ আজ
ঢাকা শহর অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে লাইসেন্স ছাড়াই চলছে ফার্মেসী, নজরদারি নেই প্রশাসনের
সিরাজগঞ্জে বাস চাপায় শিক্ষকসহ নিহত ২
সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ৩৩ জনের নামে মামলা
নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৩
ঢাবি-সাত কলেজ সংঘর্ষের নেপথ্যে যত ঘটনা!

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝