ববিতে গ্র্যান্ড প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
ডালিয়া হালদার, ববি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ পিএম (ভিজিটর : ১০০)
ছবি: প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর ছাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাব এবং বাংলাদেশের জ্যোতির্বিদ্যা আউটরিচ প্রোগ্রাম "দূরবীন" এর যৌথ উদ্যোগে Planetary Parade Observation Camp অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) এ গ্র্যান্ড প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মহাজাগতিক বিষয়ে আগ্রহী শতাধিক ব্যক্তি ২০২৫ সালের গ্র্যান্ড প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের বিরল ও বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করেন।
স্মার্ট টেলিস্কোপের সাহায্যে প্রজেক্টর স্ক্রিনে মহাজাগতিক দৃশ্য প্রদর্শনের মাধ্যমে প্রোগ্রামটি আরও উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ফিজিক্স ক্লাবের উপদেষ্টা ড. মোঃ খোরশেদ আলম এবং দূরবীন প্রোগ্রামের ন্যাশনাল ভলান্টিয়ারগণ।
এই বিশেষ আয়োজনটি জ্যোতির্বিজ্ঞান শিক্ষার প্রসার এবং মহাজাগতিক বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কেকে/ এমএস