বুধবার, ৫ মার্চ ২০২৫,
২১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ৫ মার্চ ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে: সিইসি      স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল      শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার      উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ      উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম      ভারত সীমান্তে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ      ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে      
আন্তর্জাতিক
মুক্তিপ্রাপ্ত ৭০ ফিলিস্তিনি বন্দি মিশর পৌঁছেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:৩৯ এএম  (ভিজিটর : ৭৪)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর ৭০ ফিলিস্তিনি বন্দি মিশর পৌঁছেছে। ইসরায়েল বলেছিল, এদেরকে মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে। তার অংশ হিসেবে ওই ৭০ ফিলিস্তিনিকে মিশরে নেয়া হয়েছে। বন্দি বিনিময়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা।

শনিবার (২৫ জানুয়ারি) মিশরের আল-কাহেরা নিউজ বলেছে, এসব বন্দিরা ইসরায়েল দ্বারা "নির্বাসিত" ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি করে রাখা হয়েছিল। পরে ওই চারজনের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় নেতানিয়াহুর দেশ।

মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। এদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি আদালত একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর ধরে কারাগারে থাকা ব্যক্তিও আছেন।

বিবিসি জানায়, শনিবার মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেয়া হবে। তবে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৭০ জনকে মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে। আর অল্প সংখ্যক বন্দিকে গাজায় পাঠানো হবে।

শনিবার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা কয়েকজন বন্দী গাজার সাথে রাফাহ সীমান্তের মিশরীয় পাশ দিয়ে দুটি বাস থেকে নামছে। ফিলিস্তিনি বন্দীদের বিষয়ক কমিটির প্রধান আমিন শুমান এএফপিকে বলেছেন, মিশরে ট্রানজিট করার পর, নির্বাসিত বন্দীরা বসবাসের জন্য "আলজেরিয়া, তুরস্ক বা তিউনিসিয়া বেছে নেবে"।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন আল-কাহেরা নিউজকে বলেছেন, "এটি একটি অবর্ণনীয় অনুভূতি"। মুক্তিপ্রাপ্তদের এ সময় বাসের মধ্যে হাসতে দেখা যায় এবং তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, ইসরায়েলি কর্তৃপক্ষের প্রকাশ করা একটি তালিকা অনুসারে, চুক্তির অধীনে এমন ২৩০ জনের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে, যারা ইসরায়েলিদের ওপর বিভিন্ন সময় মারাত্মক আক্রমণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাদের মুক্তির পরে ফিলিস্তিনি অঞ্চল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  গাজা যুদ্ধবিরতি   ৭০ ফিলিস্তিনি বন্দি   ইসরায়েল   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আলীকদমে শিশুসহ ২০ জন রোহিঙ্গা আটক
দৈনিক ১ কোটি রুপিতে দক্ষিণী সিনেমায় অভিষেক ওয়ার্নারের
মাতামুহুরী নদীর চর থেকে কিশোরের লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে কমেনি ফলের দাম, ক্রেতাদের অস্বস্তি
শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

সর্বাধিক পঠিত

মালদ্বীপ থেকে এলো রেমিটেন্সযোদ্ধা সাব্বিরের মরদেহ
আদিতমারীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সুমন
ঘুমপরীর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা পারভেজ সুমন
ঈশ্বরগঞ্জ সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝