সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫,
১৪ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ঋণ বিনিয়োগে করুণ হাল, রফতানি-রেমিট্যান্সে স্বস্তি       ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ      পবিত্র শবে মেরাজ আজ      ঢাকা শহর অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের      ৪ ঘন্টা পর থামলো ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ      ঢাবি-সাত কলেজ সংঘর্ষের নেপথ্যে যত ঘটনা!       সংঘর্ষের দায়ভার হাসিনা ও আরেফিন সিদ্দিকীর: ছাত্রদল সেক্রেটারি      
খোলাকাগজ স্পেশাল
বিএনপি-বৈষম্যবিরোধী দ্বন্দ্ব, ফায়দা লুটবে দিল্লি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১০:০০ এএম  (ভিজিটর : ৫০)
ফাইল ছবি

ফাইল ছবি

হঠাৎ করেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে সবচেয়ে বড় দল বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দূরত্ব প্রকট হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চলছে কথা লড়াই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় ঐক্য। বিশ্লেষকরা বলছেন, এ রাজনৈতিক বিভাজনের ফায়দা লোটার চেষ্টা করবে পরাজিত শক্তি। অনেকেই বলছেন, এ বিভাজনে পার্শ্ববর্তী পার্শব দেশের উসকানি রয়েছে।

গত বছরের জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন পরিণত হয় সরকার পতনের একদফ আন্দোলনে। এ আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। দলমত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েন সরকারবিরোধী আন্দোলনে। অভূতপূর্ব ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গণভবন থেকেই সরাসরি ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ৮ ফেব্রুয়ারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

তবে শেখ হাসিনা সদলবলে ভারতে পালিয়ে গেলেও এক মুহূর্তের জন্য দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করেননি। তার সঙ্গে যোগ দিয়েছে ভারত। প্রথমে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী গুজব ছাড়ানো হয়, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা হয়, তাতে ব্যর্থ হয়ে সীমান্তে নানা ধরনের উসকানিমূলক কর্মকা- চালাতে থাকে প্রতিবেশী দেশটি। কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই বাংলাদেশের জনগণের ঐক্যে ফাটল ধরাতে পারেনি। ৫ আগস্টের পর থেকে দেশের সব রাজনৈতিক দলও ছিল ঐক্যবদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল্যবোধে আস্থাশীল ছিলেন সবাই। কিন্তু হঠাৎ করেই নির্বাচনসহ কয়েকটি ইস্যুতে অনৈক্যের সুর স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হচ্ছে, দুই পক্ষের কথা লড়াইয়ে অবিশ্বাসের ছায়া পড়ছে।

সম্প্রতি বিএনপির সঙ্গে অন্তর্র্বর্তী সরকার ও বৈষম্যবিরোধীদের মধ্যে নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় জাতীয় ঐক্য খুবই জরুরি। কিন্তু এর মধ্যে রাজনৈতিক বিভাজন দেশের সম্ভাবনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এবং এতে লাভবান হবে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ ও দিল্লি। পাশাপাশি এ প্রশ্নও উঠেছে, এ রাজনৈতিক বিভাজনে কোনো শক্তির ইন্ধন রয়েছে কিনা।

এ বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাইতে পারে। আবার যে দল মনে করছে, তারা এ মুহূর্তে ভোটে জিতবে না, তারা নির্বাচন চাইবে না। তবে এ নিয়ে বিভাজন ক্ষতিকর।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা দেশের বাইরে থেকে চক্রান্ত করছেন। আমাদের অন্তর্র্বতী সরকার যেমন তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন আমাদের ভেতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কি না। আমরা যেন আমাদের ভিন্ন কথা, মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের দোসরদের সুযোগ না দিই।

সম্প্রতি ছাত্রদের দল গঠন নিয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত।

মির্জা ফখরুলের এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রতিক্রিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও। তিনজনই সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের বক্তব্য তুলে ধরেন। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে অভিযোগ তুলে অন্তর্র্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ১/১১-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। অন্তর্র্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অবশ্য সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র-জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে।
 
বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধীদের বিরোধ প্রথম স্পষ্টভাবে প্রকাশ পায় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে। বিএনপির আপত্তির কারণে বৈষম্যবিরোধীদের দাবির মুখেও রাষ্ট্রপতির অপসারণ করা যায়নি বলে অভিযোগ করে ছাত্র আন্দোলনের নেতারা। পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা ইস্যুতেও টানাপোড়েন প্রকাশ পায়। গত বছরের শেষ দিকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘিরে উত্তেজনা দেখা দেয় রাজনীতিতে। সন্দেহ ও অবিশ্বাস আরো ঘনীভূত হয় দুই পক্ষে। পরবর্তীতে ‘কিংস পার্টি’ গঠন, নির্বাচন নাকি সংস্কার কোনটি আগে হবে এমন নানা প্রশ্নে দূরত্ব বাড়তে বাড়তে এখন সেটি এমন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে।
 
বিশ্লেষকরা বলছেন, হাসিনার পতনকে নিজেদের পরাজয় হিসেবে দেখছে দিল্লি। তাই নানাভাবে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তারা। শুধু হাসিনাকে আশ্রয় দিয়েই চুপ থাকেনি তারা। বাংলাদেশে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে সবরকম চেষ্টা করে যাচ্ছে মোদি সরকার। বাংলাদেশের বিভিন্ন শক্তির মধ্যে বিরোধ সৃষ্টি করতে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত। যাতে ফের বাংলাদেশে তারা তাদের তাঁবেদার সরকার বসাতে পারে।  

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বৈষম্যবিরোধী   বিএনপি-বৈষম্যবিরোধী দ্বন্দ্ব   ফায়দা লুটবে দিল্লি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ বিনিয়োগে করুণ হাল, রফতানি-রেমিট্যান্সে স্বস্তি
কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের জরুরি সভা আজ
পবিত্র শবে মেরাজ আজ
ঢাকা শহর অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে লাইসেন্স ছাড়াই চলছে ফার্মেসী, নজরদারি নেই প্রশাসনের
সিরাজগঞ্জে বাস চাপায় শিক্ষকসহ নিহত ২
সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ৩৩ জনের নামে মামলা
নীলক্ষেত নিউমার্কেট এলাকা রণক্ষেত্র, আহত ২৩
ঢাবি-সাত কলেজ সংঘর্ষের নেপথ্যে যত ঘটনা!

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝