রাজধানী উত্তরায় চাঁদার দাবিতে রাসেল (২১) ও সুজন (১৭) নামের ২ তরুণকে শিকলে বেঁধে আটকে রেখে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের লোকমান হোসেনের ছেলে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেন।
এদিকে নির্যাতনে শিকার রাসেলের মা রাশেদা বেগম বাদী হয়ে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। সোমবার (২৮ অক্টোবর) উত্তরা পশ্চিম থানায় এ মামলা করা হয়।
মামলার অপর দুই আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের আলী আরশাদের ছেলে নূর আলী ও উত্তরা দক্ষিণখানের আশকোনা এলাকার সবুজ।
মামলা সূত্রে জানা যায়- গত ২৬ অক্টোবর মামলার আসামিরা রাসেলের বাসায় গিয়ে তাকে তার বন্ধু সুজন ডাকছে বলে তাদের সঙ্গে যেতে বলেন। এরপর সুজন তাদের সঙ্গে গেলে তাকে উত্তরা ৯ নম্বর সেক্টর নাভানা সিএনজি গ্যারেজে শিকলে বেঁধে আটকে রেখে মারপিট করা হয়। পরে রাত ১০টার দিকে জোনায়েত নামের এক যুবকের মাধ্যমে রাসেলের মা জানতে পারেন- তার ছেলেকে গ্যারেজে আটকে রেখে মারধর করা হচ্ছে।
খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে রাসেলের মা রাশেদা বেগম তাদেরকে ছেড়ে দেওয়ার আকুতি জানালে- অভিযুক্ত আসামিরা ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং বলেন টাকা না দিলে বড় ধরণের ক্ষতি করা হবে। শেষ পর্যন্ত রাশেদা বেগম তার ছেলে ও সুজনকে বাঁচাতে ৩৩ হাজার টাকা ঋণ করে এনে পরদিন দুপুর ১২টায় তাদেরকে ছাড়িয়ে আনেন।
নির্যাতনে শিকার রাসেল ও সুজন জানান, মামলার আসামি সবুজ নিজেকে পুলিশ অফিসার দাবি করে তাদেরকে আটকে রেখে চাঁদার জন্য মারপিট করছিলেন।
এ বিষয়ে জানতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানের মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।